পেট্রল ও ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ডাকা ভারত বন্ধের সমর্থনে সোমবার আসানসোলের রাস্তায় নামলো সিপিএম এবং কংগ্রেস। এদিন নিয়ামতপুর বাজার বন্ধের অনুরোধ জানানো হয় ব্যবসায়ীদের। বেশ কয়েকটি জায়গায় বন্ধের সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি হয়।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আসানসোলে কংগ্রেস সমর্থকরা এদিন রাস্তা নামে বন্ধের সমর্থনে। আসানসোল পুরনিগমের নিকটে বাস বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। এদিন ভারত বন্ধ সফল করতে আসানসোল স্টেশনে ট্রেন অবরোধ করে বেশ কিছু কংগ্রেস সমর্থক। অবরোধ তুলতে গেলে রেল পুলিশের সঙ্গে তাঁডের ধস্তাধস্তি হয়। বেশ কয়েকটা দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায় স্টেশনের বাইরে।
Like Us On Facebook