দুর্ঘটনা রোধ করতে বর্ধমান পুলিশ বর্ধমান শহরের বিভিন্ন মোড়ে গাড়ির চেকিং শুরু করল। ২০টি গাড়িকে আটক করা হয়, গাড়ির কাগজপত্তর ভেরিফাই করার জন্য। পুলিশ সুত্রে জানা যায় বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি পথ দুর্ঘটনায় অনেকগুলি প্রাণহানি হয়েছে। গতকাল রাত থেকে বিশেষ অভিযান শুরু করেছে বর্ধমান পুলিশ। জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল স্বয়ং অন্যান্য পুলিশ অধিকারিকদের নিয়ে জাতীয় সড়ক সহ অন্যান্য সড়কে গাড়ি আটকে কাগজ পত্তর পরীক্ষা করেন। গতকাল থেকে আজ পর্যন্ত ২০টি গাড়ি আটক করা হয় কাগজপত্তর ভেরিফাই করার জন্য। তল্লাশি অভিযানে গতকাল রাতে বিধি বর্হিভূত ভাবে লালবাতি লাগানো একটি গাড়িকেও আটক করা হয়।
Like Us On Facebook