২ জানুয়ারি শুরু হচ্ছে মাটি উৎসব। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসবকে সফল করতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা উৎসবের আয়োজন খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শনে আসছেন বর্ধমান কৃষি খামারের উৎসব প্রাঙ্গণ।
শনিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুর সঙ্গে মেলার মাঠ পরিদর্শনে যান রাজ্যের তিন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও স্বপন দেবনাথ। তাঁরা মেলা আয়োজনের খুঁটিনাটি সবকিছু খতিয়ে দেখেন। মন্ত্রীদের আশা পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে আসা চাষীরা মেলার মাঠ ভরিয়ে তুলবেন। মেলায় চাষীদের উৎপাদিত বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রীকে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জান গেছে।
Like Us On Facebook