কুলটি কলেজে বৈঠকে গেলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কালো পতাকা দেখানোর পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হল তিন ছাত্রনেতা সহ এক তৃণমূল যুব নেতাকে। শনিবার কুলটি কলেজের গভর্নিং বডির সভায় যোগ দিতে যান মলয় ঘটক। কলেজের গভর্নিং বডির সভাপতি তথা মন্ত্রীর সামনে কলেজের কয়েকজন পড়ুয়া কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন বলেন, ‘দলবিরোধী কার্যকলাপের জন্য চার জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ যতীন গুপ্ত, সৌরভ ঘোষাল, অভিষেক চক্রবর্তী নামে তিন চাত্র নেতা এবং যুব নেতা সৌমেন হাজরাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, শনিবার কুলটি কলেজের গভর্নিং বডির বৈঠক চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের জিএসের নেতৃত্বে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখায় একদল ছাত্র-ছাত্রী। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না।