এবার তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গুলি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, দুর্গাপুরের মেনগেট এলাকা ১৩ নং ওয়ার্ডের একটি বুথে ভোট দিয়ে কর্মস্থলে ফেরার সময় জহর লাল শর্মাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করলে গুরুতর আহত হয় জহরলাল শর্মা। আহত জহরলাল বাবুকে বিধান নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। একই ওয়ার্ডে আর দু’জন তৃণমূল কর্মীকে ভোট দিয়ে ফেরার সময় দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে দুর্গাপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম মুখার্জীর অভিযোগ, বিহার, ঝাড়খণ্ড থেকে বহিরাগত দুষ্কৃতী এনে বিজেপি দুর্গাপুর শহর অশান্ত করল। তৃণমূলের এক কর্মী গুলিবিদ্ধ হল ওই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে। এদিকে সমস্ত বিতর্কের মধ্যে দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডে মোট ভোট পড়েছে ৭৯.৮৩% বলে দুর্গাপুর মহকুমা দপ্তর সূত্রে জানা গেছে। দুর্গাপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই শান্তিপূর্ণ ভোটদান পর্বকে বিরোধীরা অশান্ত করে তুলেছিল বলে অভিযোগ করে ভোটদানকে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ফসলে মানুষের সার্বিক ভোট দান বলে ব্যাখা দেন।
Like Us On Facebook