পূর্ব বর্ধমানের গলসির সাটিনন্দী গ্রামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃতের নাম জয়দেব রায়(৫০)। মৃতকে বাঁচাতে এসে জখম হন আরও তিন তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগ, সোমবার রাতে জয়দেব রায় সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় সাটিনন্দী গ্রামে কলাবাগান ঘাটের কাছে একটি পুকুর পাড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে লাঠি, রড, বাঁশ দিয়ে মারধরের পাশাপাশি টাঙি দিয়ে কোপাতে শুরু করে। জয়দেববাবুর চিৎকার শুনে তিন তৃণমূল কর্মী তাঁকে বাঁচাতে এলে তাঁদেরও বেধড়ক মারধর করে দুষ্কৃতিরা। চারজনকে গুরুতর জখম অবস্থায় ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। আহত চার জনকে উদ্ধার করে পুলিশ তাঁদের বর্ধমান হাসপাতালে পাঠায়। সেখানে গভীর রাতে মৃত্যু হয় জয়দেব রায়ের। এই ঘটনার পিছনে বিজেপি কর্মীরা জড়িত বলে দাবি তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে খুনের রাজনীতি আমদানি করার অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত নয় বলে দাবি বিজেপি নেতৃত্বের।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?