নির্বাচন পরবর্তী হিংসা ও পেট্রোলিয়াম জাত দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল শাসক তৃণমূল কংগ্রেস। রবিবার বিকালে বর্ধমানের রথতলা থেকে উদয়পল্লী বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস।
বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুর করছে বিজেপি। বিজেপি কর্মী সমর্থকরা গোটা রাজ্যের মতই বর্ধমান শহরেও বিশৃঙ্খলার পরিবেশ তৈরী করতে চাইছে। পাশাপাশি হুহু করে রান্নার গ্যাস, ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে। তারই প্রতিবাদে এদিন ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে মিছিল সংঘটিত হয়। মিছিলে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পা মেলান। পাশাপাশি একই দাবিতে বাজেপ্রতাপপুর সাবজোলা এলাকা থেকে দেওয়ানদিঘি পর্যন্ত মিছিল করা হয় বর্ধমান ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে পা মেলান অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?