তৃণমূল নেতাকে মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। আক্রান্ত তৃণমূল নেতা আনিসুর রহমান ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে।
তৃণমূল নেতা আনিসুর রহমান জানান, ‘শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর উপর পার্টি অফিসে হামলা চালায়। তাকে মারধরের পাশাপাশি পার্টি অফিসেও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন স্থানীয়। বাকিরা বহিরাগত। বৃহস্পতিবার রাতে কয়েকজন মত্ত যুবক পাড়ায় বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল। তাদের বাধা দেওয়াতেই তার উপর আক্রমণ চালায়।’ বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook