দুর্গাপুর পৌরসভায় ফের ক্ষমতা ধরে রাখতে শুক্রবার দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় কর্মীদের মিছিলে পা মিলিয়ে তৃণমূলের প্রার্থীরা দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন। এদিন তৃণমূলের ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। শঙ্খ, ঢাক, মহিলা কর্মীদের উলুর ধ্বনি ও বিভিন্ন বাজনায় মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তর কার্যত উৎসবের চেহারা নেয়। এদিন দলীয় প্রার্থীদের মনোবল বাড়াতে মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী। এদিন বহু কর্মী সমর্থক নিয়ে নজর কাড়া মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসেন সদ্য তৃণমূলের ঘরে ফেরা কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের স্ত্রী ৩০ নং ওয়ার্ডের প্রার্থী রুমা পাড়িয়াল। তাছাড়া তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ১৯ নং ওয়ার্ডের প্রভাত চট্টোপাধ্যায় ও ১৪ নং ওয়ার্ডের রাখি তেওয়ারী, ১৫ নং ওয়ার্ডের আসীমা চক্রবর্তী, ২০ নং ওয়ার্ডের রমা প্রসাদ হালদার এবং ২৪ নং ওয়ার্ডের প্রার্থী লাভলি রায় প্রমুখ প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি দেখভালের জন্য দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তর চত্বরেই এদিন দীর্ঘ সময় কাটান মন্ত্রী স্বপন দেবনাথ ও দুর্গাপুরের সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী।
অপরদিকে এদিন তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে নির্দলীয় টিকিটে প্রার্থী হতে মনোনয়ন পত্র জমা দেন সদ্য প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও তাঁর অনুগামীরা।