.

জোর কদমে প্রচার শুরু করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়ায় কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন শ্যামল সাঁতরা। এদিন প্রথমে বাদুলিয়া ফুটবল মাঠে তৃণমূলের কর্মী সভা হয়। তারপর প্রার্থীকেে নিয়ে প্রচার চালাতে তৃনমূল কর্মীরা মিছিল বের করেন। মিছিলে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে প্রার্থীর সমর্থনে প্রচার করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম প্রমুখ। এদিন তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে গ্রামের মহিলারা পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানান।

Like Us On Facebook