দুর্গাপুর ব্যারেজের সংস্কারের দাবিতে নৌকা নিয়ে দামোদরের জলে অভিনব প্রতিবাদ করলেন দুর্গাপুরের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। শনিবার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নৌকায় দলীয় কর্মীদের নিয়ে দামোদরের জলে বেশ কিছুক্ষণ সংস্কারের দাবিতে দলীয় পতাকা নিয়ে শ্লোগান দিতে দিতে নৌকা বিহার করেন। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরাও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গাপুর ব্যারেজ সংস্কার ও ড্রেজিংয়ের দাবিতে ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হন। অভিনব পন্থায় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি উপভোগ করেন উইক-এন্ডে দামোদর ব্যারেজে ঘুরতে আসা শিল্পাঞ্চলে মানুষ। অনেকেই তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে প্রকাশ্যেই সমর্থন জানান।
এই অভিনব কর্মসূচি নিয়ে উদ্যোক্তা ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বার বার দৃষ্টি আকর্ষণ করেও দামোদর ব্যারেজের সংস্কার নিয়ে কোন হেলদোল নেই ডিভিসি কর্তৃপক্ষের। দামোদরের নাব্যতা কমে গেছে। এখনই দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং করে সংস্কার প্রয়োজন। দামোদরের নাব্যতা কমে যাওয়ায় বর্ষায় দামোদর সংলগ্ন এলাকায় প্লাবণ এবং গ্রীষ্মে জলসঙ্কট দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় ফারাক্কা সহ দুর্গাপুর ব্যারেজের সংস্কারের দাবি তুলেছেন। ব্যারেজের জল কচুরিপানায় ভরে গেছে। দূষণ ছড়াচ্ছে। অথচ ব্যারেজ কর্তৃপক্ষের উদাসীনতায় দূষিত হচ্ছে ব্যারেজের জল। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে আমরা নৌকা যোগে প্রতিবাদে কর্মসূচি নিয়েছি।’