পুজোয় বর্ধমান শহরে সিভিক ভলান্টিয়ার সহ আনুমানিক ৭০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুজের দিনগুলিতে রোমিওদের উৎপাত ঠেকাতে গায়েন্দা শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গা সহ শপিং মল গুলির সামনে সাধারণ পোষাকে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। ৬ অক্টোবর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে টহলদারির উপর বাড়তি জোর দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৬ থেকে ১৩ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত জিটি রোডে দু’চাকার যান ছাড়া সব রকমের গাড়ি চলাচল নিষিদ্ধ করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চমী থেকে দ্বাদশী এবং মহরমের দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিনামূল্যে Ambulance পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। শব্দবাজি পাড়ানো, ডিজে বাজানো, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক বাজানো, জোরে হর্ণ বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১১ই অক্টোবর বিকাল ৪টার মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জন করতে হবে। ১২ অক্টোবর কোন প্রতিমা বিসর্জন হবে না। এরপর ১৩ অক্টোবর বিসর্জন হবে।
পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন “জেলার সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পুজোয় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা তৎপর। সকলের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি”।