বুধবার ভোরে এক পথ দুর্ঘটনায় আহত হলেন গাড়ির চালক সহ বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের অন্ডাল গ্রাম মোড়ের কাছে। জানা গেছে, অন্ডাল গ্রাম মোড়ের কাছে একটি স্করপিও গাড়ি আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে দ্রুতগতিতে আসছিল, হঠাৎ সামনে একটি গাড়ি চলে আসায় সজরে ব্রেক কষলে পিছন থেকে একটা ডাম্পার স্করপিও গাড়িটিতে ধাক্কা মারে। এরপরে সেই ডাম্পারের পিছনে একটি ১২ চাকার লরি সজোরে ধাক্কা মারলে লরির চালক, খালাসী সহ বেশ কয়েকজন আহত হন। এর ফলে ২ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে, স্করপিও গাড়িটিতে তিন-চারজন ছিলেন। সৌভাগ্যবশত কারও কোন বেসি আঘাত লাগেনি তবে লরি চালক ও খালাসি গুরুতর আহত হন। স্থানীয় মানুষ ও ট্রাফিক পুলিশের চেষ্টায় প্রায় ৪০ মিনিট পর তাঁদের লরির কেবিন থেকে দরজা ভেঙে বের করা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়ে। পুলিশ গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।