রবিবার রাতে রাজবাঁধের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর পরপর তিনটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটির পিছনে আর একটি ধাক্কা মারলে ১২ জন আহত হয়।
জানা গেছে, প্রথমে দুর্গাপুরমুখী একটি তেলের ট্যাঙ্কারের চাকা খুলে গেলে ট্যাঙ্কারটি রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে যায়। এরপরেই পিছনে আসা দ্রুতগতি সম্পন্ন একটি এসবিএসটিসি বাস ধাক্কা মারে ট্যাঙ্কারের পিছনে। এরপর বাসের পিছনে আসা একটি চার চাকা গাড়িও সজোরে ধাক্কা মারে বাসের পিছনে। এই ঘটনায় মোট ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাঁধের গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় রাতে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।
Like Us On Facebook