প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন দুর্গাপুর পৌর নির্বাচনের এক বাম সহ দুই নির্দল প্রার্থী। ১৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কাকলি মন্ডল ও ৩২ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী রিজাউল আনসারি এবং চন্দন ঘোষ বুধবার প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন। চন্দন ঘোষ জানান শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির জন্য নির্দলের আসনে প্রার্থী হয়েছিলাম এখন সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে তৃণমূলের জয়ের লক্ষে প্রচারে নামব আমি। এদিকে সিপিআই প্রার্থী কাকলি মন্ডল ফোন বন্ধ রাখায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায় নি। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, প্রার্থীপদ প্রত্যাহরের জন্য সিপিআই প্রার্থী কাকলি মন্ডলকে ক্রমাগত হুমকি দিচ্ছিল শাসকদলের গুন্ডারা। কাকলি মন্ডলের ছেলেকে কিডন্যাপের হুমকিও দেয় বলে অভিযোগ পঙ্কজবাবুর। এর পরই প্রার্থীপদ প্রত্যাহার করেন কাকলি মন্ডল। বাম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ১৫ নং ওয়ার্ডে দ্বিমুখী লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে।
Like Us On Facebook