‘বিজেপি করলে মাথা কেটে নেবো’ – সাদা কাগজে নীল কালিতে লেখা পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য বর্ধমান শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায়। ওই এলাকার চারজন বিজেপি সমর্থকের বাড়ির দেওয়ালে রাতের অন্ধকারে এই পোস্টার সাঁটানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দূষ্কৃতিরা এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি যাদের বাড়িতে পোস্টার লাগানো হয়েছে তাঁরা সকলেই এই ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দলের নেতৃত্বকে গোটা বিষয়টা তাঁরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন বিজেপি নেতা শ্যামল রায়।
উল্লেখ্য, দিন কয়েক আগেই এই এলাকার এক তৃণমূল কর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে বিজেপি কর্মীরা কাটমানি উদ্ধারের নামে তাঁকে খুন করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতারও করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই ঘটনার পর পুরুষরা অনেকেই ঘর ছাড়া। রাতে পুলিশ এসে বাড়ি বাড়ি তল্লাশি করছে। আতঙ্কে ঘরের পুরুষরা বাইরে লুকিয়ে রয়েছে। এলাকায় ফিরতে পারছে না। যদিও ১৩ নম্বর ওয়ার্ডে হুমকি পোস্টার সাঁটানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি কর্মীরা নিজেরাই এই পোস্টার লাগিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?