পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুকে ফোনে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। ধৃতের নাম সঞ্জিত ঘোষ (৩২)। বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানার পাচদাড়া গ্রামে।
দিন দশেক আগে বিভিন্ন নম্বর থেকে ফোন করে সহ-সভাধিপতি দেবু টুডুকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই অভিযোগ তিনি জেলাশাসক ও জেলা পুলিস সুপারকে লিখিতভাবে জানিয়েছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। তদন্তে উঠে আসে সঞ্জিতের নাম। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯, ৪২০, ৫০৪ ও ৫০৬ ধারায় এবং আইটি অ্যাক্টের ৬৬সি ও ৬৭ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়। এদিকে, ধৃত সঞ্জিত ঘোষকে চেনেননা বলে জানিয়েছেন সহ-সভাধিপতি দেবু টুডু। কি উদ্দেশ্যে ফোন বা ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।