সেফ ড্রাইভ সেভ লাইফ শ্লোগানকে সামনে রেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অাসানসোল পুর নিগমের উদ্যোগে একটি র্যালি বের করা হল মঙ্গলবার। এদিনে সহস্রাধিক বাইকের একটি র্যালি বের হয়।
এদিন সকালে আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে লোকো গ্রাউন্ডে শেষ হয়। উপস্থিত ছিলেন এডিজি ট্রাফিক বিবেক সহায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রায় হাজার বাইকের একটি র্যালি বের হয়। পাশাপাশি বহু স্কুল পড়ুয়া সহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এদিনের দুর্ঘটনা রোধে সচেতনতা র্যালিতে হাঁটেন। এদিন বহু বাইক আরোহীকে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। দুর্ঘটনা রোধে এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ও মেয়র।