গৃহকর্ত্রী বাড়িতে না থাকার সুযোগে চুরি গেল বাড়ির সব কিছু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের আউসগ্রামের আলিগ্রামে। টাকা ও গহনা মিলিয়ে ৬-৭ লাখ টাকার জিনিসপত্র চুরি।

গৃহকর্ত্রী জানিয়েছেন, ফাঁকা বাড়ি পেয়ে ৫ টি তালা ভেঙে ঘরের আলমারি থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা, ১৪ ভরী সোনার গহনা, কাসা-পিতলের বাসন পত্র সহ মূল্যবান সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বাড়ির কর্ত্রী মৌসুমি চ্যাটার্জী জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি এই বাড়িতে ছেলেকে নিয়ে থাকেন। তিনি সেল্ফ হেল্প গ্রুপে কাজ করেন। গতকাল রাতে ছেলে মামার বাড়ি গিয়েছিল। আর তিনি বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। আজ সকালে দেখেন তাঁর বাড়িতে তালা ভেঙে সব চুরি হয়ে গেছে। থানায় অভিযোগ জানানো দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Like Us On Facebook