গাড়ির ব্যাটারি চুরি করার দায়ে এক ব্যাক্তিকে গণধোলাই দেওয়া হল। আসানসোল পুরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশীলা সাহা পাড়া এলাকার ঘটনা।

জানা গেছে, কিছুদিন ধরেই সাহা পাড়া এলাকায় চুরির ঘটনা বাড়ছিল। মঙ্গলবার রাতে একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলার শিবদাস চট্টোপাধ্যায়। তিনি আসানসোল দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ আসে। পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।

Like Us On Facebook