ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের আবাসনে একই রাতে পরপর সাতটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইসিএলের অন্ডালের বনবহাল ফাঁড়ির কেন্দা এরিয়া কমপ্লেক্সে। সোমবার সকালে এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এই আবাসনে কেন্দা এরিয়ার সিকিউরিটির উচ্চ পদস্থ আধিকারিক এবং জিএম সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের আবাসন রয়েছে অথচ নিরাপত্তা ব্যবস্থায় তেমন জোরদার নয় বলে স্থানীয় আবাসিকদের অভিযোগ। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা গোটা আবাসন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা বসানোর দাবিতে এদিন সোচ্চার হন। জানা গেছে, পরপর যে কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে কয়েকটি বাড়িতে লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে। তবে স্থানীয় কোন লিঙ্কম্যানের সহযোগিতায় যে চুরির ঘটনা ঘটেছে পুলিশ কার্যত এই ব্যপারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একমত। তাই পুলিশ আবাসনে যাতায়াতকারী বহিরাগতদের উপর কড়া নজরদারি রাখছে বলে জানা গেছে। পরপর যে সাতটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে ইসিএলের উচ্চপদস্থ আধিকারিক রঙ্গন চন্দ্র রায়ের বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রঙ্গনবাবুর বাড়িতে নগদ ও বিভিন্ন জিনিসপত্র মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ।