মন্দিরের তালা ভেঙে পুজোর বাসনপত্র সমেত দান পেটি থেকে তালা ভেঙে সর্বস্ব চুরি করে নিয়ে গেল চোরেরা। ঘটনাটি ঘটেছে অণ্ডালের চকরাম বাটি কালীমন্দিরে। স্থানীয় বাসিন্দা রাজকুমার রাম জানান, আজ সকালে মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা ভিতরে সবকিছু লন্ডভন্ড। মন্দির থেকে চোরেরা চুরি করেছে কাঁসা ও পিতলের বাসনপত্র। এ ছাড়াও মন্দিরের দান পেটি থেকে তালা ভেঙে চুরি করেছে সবকিছু। তিনি জানান, বছরে একবার কালীপুজোর সময়ে দান পেটি খোলা হয়, তাই অনুমান করা মুশকিল দানপেটিতে ঠিক কত টাকা ছিল। তবে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলি। কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
Like Us On Facebook