বাড়ির মালিকদের অনুপস্থিতির সুযোগে বৃহস্পতিবার রাতে পরপর চারটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে স্থানীয় মানুষ দেখেন পরপর চারটি বাড়ির দরজা ভাঙা, জিনিসপত্র তছনছ করা রয়েছে। এরপরেই খবর দেওয়া হয় বাড়ির মালিকদের এবং অন্ডাল থানায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি ঘটেছে অন্ডালের জেকে রোপওয়ে কলোনিতে।
জেকে রোপওয়ে কলোনির বাসিন্দা গার্গী মুখার্জী বলেন, ‘বাড়িতে চাবি দিয়ে দেশের বাড়ি গিয়েছিলাম। গতকাল রাতে ফাঁকা বাড়ির সুযোগে আমার বাড়ির দরজা ভেঙে আলমারি থেকে নগদ ৩০ হাজার টাকা ও চার ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।’ এদিকে পাশাপাশি আরও তিনটি বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। কিন্তু বাড়িগুলিতে মূল্যবান তেমন কিছু না থাকায় সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি বাড়ি মালিকদের। এই ঘটনায় স্থানীয় মানুষ এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবির সঙ্গে সঙ্গে চুরি হওয়া গয়না ও নগদ টাকা উদ্ধার করার দাবি জানান। দুষ্কৃতীদের ধরতে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।