.

পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে অসীম বাগদি নামে এক ব‍্যক্তির বাড়ির দেওয়ালে সিঁধ কেটে পাঁচ ভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা অসীমবাবুর বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে। অসীম বাগদি বলেন, ‘সামনেই পারিবারিক অনুষ্ঠান আছে সেজন্য বাড়তে লক্ষাধিক টাকা ও পাঁচ ভরি সোনা রাখা ছিল।’ অসীমবাবু সহ গোটা এলাকার মানুষ পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।



Like Us On Facebook