কাঁকসার কেটেন গ্রামে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শুক্রবার। চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
জানা গেছে, বিশ্বজিৎ ঠাকুর নামের ওই ব্যক্তির বাড়িতে সকাল দশটা নাগাদ বাড়ির দরজার তালা ভেঙে চোরের দল বাড়ির ভিতর ঢুকে দুটি আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় বিশ্বজিৎ ঠাকুর ও তাঁর স্ত্রী বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে চোরের দল বাড়ির ভিতরে ঢুকে চুরি করে পালায়। দুপুরে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা এবং সমস্ত কিছু তছনছ করা পড়ে আছে।
Like Us On Facebook