পরপর ৬টি ইসিএলের আবাসনে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো অন্ডালে। দীর্ঘদিন যাবৎ অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকায় বাড়িতে মানুষজন থাকা অবস্থায় চুরির ঘটনা বিশেষ ঘটেনি। কিছুক্ষেত্রে তালাবন্ধ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা বাড়ির সবকিছু চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু গতকাল রাতে অন্ডালের বাবুইশোল এলাকায় ইসিএলের ৬ টি আবাসন ও পলাশবন গ্রামের পশ্চিম পাড়ায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয়, যতগুলি বাড়িতে গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে সবগুলিতেই বাড়িতে লোকজন মজুদ ছিলেন। একটি বাড়ির কর্তা মলয় মুদি জানান, চুরির ব্যাপারে সারা রাত তাঁরা কিছুই জানতে পারেননি। তাঁরা আশঙ্কা করছেন, চোরেরা নিশ্চয়ই কোন ঘুমের ওষুধ বাড়িতে স্প্রে করেছিল। কারণ বাড়ির লোকেরা অঘোরে ঘুমিয়ে ছিলেন। ঘুমের সুযোগে চোরেরা বাড়ি থেকে মোবাইল ফোন, সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook