.
যথাযোগ্য মর্যদায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৮৩ তম জন্মতিথি পালিত হল বর্ধমানের আশ্রমগুলিতে। বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রম, রাধানগর রামকৃষ্ণ মঠ, শ্যামসায়ের পাড় রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন আশ্রমে মহা সমারোহে পালিত হল দিনটি। আশ্রমগুলিতে মঙ্গলারতি, ঊষাকীর্তন, বিশেষ পুজা, পুষ্পাঞ্জলী প্রভৃতির মাধ্যমে উদযাপন করা হয় দিনটিকে। বিভিন্ন আশ্রমে এদিন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।