আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে পানাগড় হিন্দি হাইস্কুল চত্বরে উত্তেজনা ছড়াল। বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য কাঁকসা পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। পঞ্চায়েত সমিতি হল ব্যবহারের জন্য আট হাজার টাকা ভাড়া চায়। এখানেই আপত্তি স্কুল কর্তৃপক্ষের। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, কমিউনিটি হলটি স্কুলের দেওয়া জমিতেই তৈরি করা হয়েছে। কমিউনিটি হলটির ভাড়া বাবদ স্কুল কোন টাকা পায় না। সেইজন্য স্কুলের দেওয়া জমিতে তৈরি হওয়া কমিউনিটি হল ব্যবহারের জন্য স্কুল কর্তৃপক্ষ ভাড়া দিতে নারাজ। এদিকে কমিউনিটি হল ব্যবহারের অনুমতি না পেয়ে বুধবার সকলে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান করার জন্য ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা কমিউনিটি হলের দরজা ভেঙে কমিউনিটি হলে ঢুকে পড়ে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, ‘আমরা সব সময় সোশ্যাল কাজকর্মের জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিই। যোগ দিবসের জন্য কমিউনিটি সেন্টার নিতে হলে প্রশাসনিক নিয়মেই নিতে হত। হঠাৎ করে দরজা ভেঙে কমিউনিটি সেন্টারে ঢোকা বেআইনি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’