বুধবার সকালে বীরভূমের দলীয় কাজ সেরে কলকাতা ফেরার পথে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, এদিন দলনেত্রী বীরভূম থেকে ফিরছিলেন। পথে সিউড়ি রোডের আলমপুরের কাছে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়ি দাঁড় করিয়ে চাঁদা চাওয়া হয়। অভিযোগ, এই সময় তৃণমূল কংগ্রেসের নাম করে কিছু যুবক শ্লোগান দিয়ে সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করারও চেষ্টা করেন। যদিও তাঁর নিরাপত্তারক্ষীরা কিছুক্ষণের মধ্যেই তাঁর গাড়ি নিয়ে বেড়িয়ে যান।
অন্যদিকে, এই ঘটনায় রীতিমত ক্ষোভে ফেটে পড়েছেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এদিন সকালে তিনি বীরভূম থেকে কলকাতায় ফিরছিলেন। পথে আলমপুরের কাছে রাস্তায় লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকায় তাঁর গাড়িও দাঁড়িয়ে যায়। এই সময় কিছু যুবক তার গাড়িতে চাপ্পড় মেরে চাঁদা চাইতে থাকেন। তিনি গাড়ি থেকে নেমে জানতে চান – কিসের চাঁদা। সেই সময় ওই যুবকেরা জানান, বালক ভোজনের জন্য তাঁরা চাঁদা তুলছেন। এব্যাপারে তিনি চাঁদার বিল দেখতে চান। কিন্তু কোন বিল ছাড়াই চাঁদা তুলতে থাকা ওই যুবকেরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন।
তিনি আরও জানান, এই ঘটনার পরই তিনি লালবাজারে এবং বর্ধমান জেলা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছেন। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় বেআইনি হওয়া সত্ত্বেও কিভাবে তা চলছে এমনকি এলাকার মানুষ যেভাবে ভয়ের পরিবেশে রয়েছেন এদিন তিনি তা উপলব্ধি করেছেন। এদিন বর্ধমান জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, এখনও পর্যন্ত এব্যাপারে তাঁর কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।