মঙ্গলবার সকালে পানাগড়ের বাগদি পাড়া এলাকায় চাষীদের কাছ থেকে ধান কিনতে আসে ফড়েরা। এরপর এলাকার কৃষকরা তাঁদের ধান বিক্রি করতে গিয়ে বুঝতে পারেন তাঁদের ধান ওজনে কম দেখানো হচ্ছে। এরপরই কৃষকদের সঙ্গে ধান কিনতে আসা ফড়েদের বচসা শুরু হয়। উত্তেজিত হয়ে কৃষকেরা ধান কিনতে আসা ফড়েদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। ধানের সঠিক ওজন ও দাম মেলার পরই ফড়েদের ছাড়া হয় বলে জানা গেছে। এই ঘটনায় বিজেপির অভিযোগ, কৃষকেরা সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পারার জন্য ফড়েদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, সরকারিভাবে ধান কেনার ব্যবস্থা থাকলেও এলাকার বাইরে থেকে কিছু ফোড়ে কৃষকদের ভুল বুঝিয়ে ধান কেনার চেষ্টা করছে। এই ধরণের ঘটনা যাতে না হয় সেই বিষয়ে তাঁরা নজর রাখবেন।