পানাগড় বাজারে একটি বেসরকারি কারখানায় শ্রমিকদের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

শ্রমিকদের অভিযোগ, ওই কারখানার শ্রমিকরা তাঁদের দাবি-দাওয়া নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের কাছে একটি লিখিত দাবি জানানোর জন্য কারখানার শ্রমিকদের সই সংগ্রহ করছিলেন। সেই সময় আইএনটিটিইউসি নেতা যুগল আঁকুরে ও তাঁর দলবল শ্রমিকদের উপর হামলা চালায়।

যদিও যুগল আঁকুরে অভিযোগ অস্বীকার করে জানান, প্রশান্ত দে এসএসকেইউ সংগঠনের সাধারণ সম্পাদক। সংগঠনকে না জানিয়ে নিজে তৃণমূলের সংগঠন করতে চাইছে। কোন মারধর করা হয় নি নিজেদের ভিতর একটু ঠেলাঠেলি হয়েছে। এর বেশি কিছু নয়। তিনি আরও বলেন, ‘প্রশান্ত দে চাইছে ইউনিয়নের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে কারখানার ক্ষতি করা। ওই কারখানায় প্রায় ৫০০ জন শ্রমিক কাজ করেন এবং সংগঠন অনেক মজবুত। কেউ চক্রান্ত করে তা কোন মতেই ভাঙতে পারবে না।’

Like Us On Facebook