পানাগড় রেল পাড় এলাকায় সিলামপুর রোড়ে তৃণমূল কংগ্রেসের রামনবমীর এক ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে বুধবার সকালে ব‍্যাপক উত্তেজনা ছড়াল। রামনবমীর এই ফ্লেক্সে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল।

বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফ্লেক্সটিতে দলনেত্রীর ছবির অংশ ছেঁড়া দেখে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান। এলাকায় ব‍্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আধিকারিক সন্দীপ চট্টরাজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দুষ্কর্মের জন্য স্থানীয় বিজেপি কর্মীদের দায়ী করেছে। বিজেপি নেতা রমন শর্মা তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগে বলেন, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। রামনবমীর ফ্লেক্সে রামের ছবির পরিবর্তে দলনেত্রীর ছবি দেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনই তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। রমন শর্মা এই ফ্লেক্স ছেঁড়ার সঙ্গে তাঁদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

রামনবমীর ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পানাগড় রেলপাড় থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয়। মিছিল পানাগড় চৌমাথা পর্যন্ত যায়। এই মোমবাতি মিছিলে কাঁকসার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী অংশ গ্রহণ করেন।


Like Us On Facebook