বধূ মৃত্যুর মিছিল ক্রমশ বেড়েই চলছে বর্ধমানে। মেমারির মধ্যযুগীয় বর্বরতার পর এবার আউশগ্রামে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে। রবিবার আউশগ্রামের কয়রাপুর গ্রামে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামের বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে না পেয়ে গৃহবধূর শ্বশুর ফজলুল রহমানকে আটকে রাখে ও মারধর করে। আউশগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। বছর খানেক আগে বর্ধমানের কৃষ্ণপুরের তরুণী তোয়েবা মল্লিকের সঙ্গে কয়রাপুরের বাসিন্দা সেখ ফিরোজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের জন্য তোয়েবার উপর চাপ সৃষ্টি করত বলে অভিযোগ মৃতার বাবার। প্রতিবেশীদের অভিযোগ এর আগেও ফিরোজের বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীকে ফিরোজ ও ফিরোজের বাবা পুড়িয়ে মেরে দেয়। তোয়েবার বাবা জানান, মাস খানেক আগে গাড়ি কেনার জন্য নগদ ত্রিশ হাজার টাকা ফিরোজকে দিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফিরোজের বাবা ফজলুল রহমানকে আটক করেছে। যদিও মূল অভিযুক্ত তোয়েবার স্বামী ফিরোজ সেখ ঘটনার পর থেকেই পলাতক।
Like Us On Facebook