অবশেষে জল্পনার অবসান। আসানসোল নগর নিগমের কুলটি বরো এলাকায় পানীয় জল প্রকল্পের জন্য ২২৫.৬৯ কোটি টাকার গ্লোবাল টেন্ডার ডাকল আসানসোল নগর নিগম। সোমবার কুলটি বরো অফিসেই আনুষ্ঠানিক ভাবে সেকথা জানালেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে নিগমের। এই জল প্রকল্পের কাজ শেষ হলেই পানীয় জল সমস্যা মিটবে বলে আশাবাদী কুলটিবাসী।
Like Us On Facebook