.

হেলিকপ্টারের টেকনিক্যাল ত্রুটির কারণে অভিনেতা তথা সাংসদ দেবের হেলিকপ্টার গলসিতে এল না। তাই দেবের জনসভা বাতিল হল রবিবার। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে তৃণমূল সূত্রে বলা হল। এরপরেই রবিবার গলসিতে দেবের জনসভা কার্যত জনশূন্য হয়ে যায়। জানা গেছে, রবিবার গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী নেপাল ঘরুইয়ের সমর্থনে সাংসদ দেবের একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় আসার জন্য একটি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়। তবে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে সাংসদ দেব হেলিকপ্টারে আসছেন না, তার পরিবর্তে সড়ক পথেই তিনি রওনা দিয়েছেন বলে প্রথমে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। ফলে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করে কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। শেষমেষ দেব আসছেন না রবিবার সেকথা ঘোষণা করা হয়। এরপর দেব একটি ভিডিও মেসেজের মাধ্যমে জানান, হেলিকপ্টারের টেকনিক্যাল ত্রুটির কারণে তিনি আজকের সভায় হাজির থাকতে পারছেন না। খুব শীঘ্রই তিনি গলসিতে সভা করবেন।

Like Us On Facebook