.

অন্ডালের মদনপুরে ট্যারান্টুলার আতঙ্ক ছড়াল। অন্ডালের মদনপুরের মিশ্র বাড়িতে বাড়ির গৃহকর্ত্রী শান্তনা মিশ্র রবিবার রাতে একটি বড় রোমশ মাকড়সা দেখতে পেলে চিৎকার করে উঠেন। মিশ্র বাড়ির সকলে ছুটে এসে দেখেন ট্যারান্টুলার মতো একটি রোমশ বৃহৎ মাকড়সা রয়েছে। তৎক্ষণাৎ মাকড়সাটিকে বোতল বন্দি করে ফেলেন বাড়ির লোকজন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মিশ্র বাড়ির কর্তা দীপক মিশ্র বলেন, প্রতিবছর আমাদের বাড়িতে এরকম বড় মাকড়সা বের হয়। এবছরও বের হল।

Like Us On Facebook