আসানসোলের এথোড়া গ্রামের কাছারি বাড়িতে বড় আকারের কালো রোমশ মাকড়সার দেখা মিলল। এরফলে ট্যারান্টুলার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম।

গ্রামের শ্রীকান্ত মুখার্জীর বাড়ির বাগানে দেখা যায় এই রোমশ মাকড়শাকে। তিনি বলেন বাগান পরিষ্কার করতে গিয়ে দেখতে পাওয়া যায় বড় কালো রোমশ মাকড়সাটিকে। বাগানে ঘুরতে দেখা যায় বড় আকারের ওই রোমশ মাকড়সাকে। দেখামাত্র ট্যারান্টুলার আতঙ্কে মেরে ফেলা হয় সেটিকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

Like Us On Facebook