.

একগুচ্ছ দাবিকে সামনে রেখে কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার পার্কিংয়ের গেটের সামনে শুক্রবার থেকে বিক্ষোভে বসেন তেল ট্যাঙ্কারের মালিকরা। এদিন সকাল থেকেই বন্ধ ১৯২ টি তেল ট্যাঙ্কার। ট্যাঙ্কারের মালিকদের বিক্ষোভের জেরে বন্ধ বিভিন্ন জায়গায় তেল পরিবহণ। মালিকরা বলেন, ‘২০১৪ সালে যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডার অনুযায়ী গাড়ির তেল খরচ সহ অন্যান্য খরচ তাঁদের দেওয়া হচ্ছে। বর্তমানে তেলের দাম বাড়ায় আগের টেন্ডার অনুযায়ী খরচে তাঁদের পক্ষে আর তেল পরিবণ করা সম্ভব নয়। অবিলম্বে তেলের খরচ ও অন্যান্য খরচ না বাড়ালে তেল পরিবহণে ট্যাঙ্কার চালানো সম্ভব নয়। তাছাড়া নতুন টেন্ডারে যে সব নিয়মের কথা বলা হয়েছে তা মানা সম্ভব নয়।’ যতদিন না তাঁদের দাবি মানা হবে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেল ট্যাঙ্কারের মালিকরা।

Like Us On Facebook