নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত তেল ট্যাঙ্কার ফ্লাইওভার থেকে পড়ল নীচের বাজার এলাকায়। জানা গেছে, ট্যাঙ্কারটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টা নাগাদ ২নং জাতীয় সড়কের উপর গলসি বাজার এলাকার ফ্লাইওভার থেকে প্রায় ১৫ ফুট নীচে বাজারের রাস্তায় পড়ে যায় ট্যাঙ্কারটি। ঘটনায় জখম হয়েছেন ট্যাঙ্কার চালক।

এদিন রাত ৯টা নাগাদ গলসি বাজার এলাকার ফ্লাইওভার থেকে আচমকাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে এসে পড়ে নীচে বাজারের রাস্তায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাজারে উপস্থিত মানুষজন। অদূরেই গলসি থানা হওয়ায় ছুটে আসে গলসি থানার পুলিশ। ঘটনায় জখম ট্যাঙ্কার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গলসি বাজার এলকা সারাদিনই মানুষজনের উপস্থিতিতে জমজমাট থাকে। কিন্তু রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাজারের বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে যায়। রাত ৯টা নাগাদ বাজার প্রায় খালি ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান মানুষজন।

Like Us On Facebook