মোবাইল অ্যাপ্সের মাধ্যমে চলছিল অনলাইন জুয়া। টি-২০ বিশ্বকাপ সহ বিভিন্ন খেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে বর্ধমানে শহর থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে ৪ টি মোবাইল সহ দেড় লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকার একটি বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন বেটিং চক্র চালানো হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা নগদ সহ চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Like Us On Facebook