পূর্ব রেলের আসানসোল ডিভিসনে রবিবার স্বচ্ছ স্টেশন দিবস পালন করা হয়। স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত স্বচ্ছ রেল ও স্বচ্ছ স্টেশন কার্যক্রমের মাধ্যমে রেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে এই উদ্যোগ। এদিন আসানসোল ডিভিশনের আরপিএফ, উড়ান ও আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা আসানসোলের রেলওয়ে পার্ক সহ স্টেশন সংলগ্ন এলাকায় সাফাই অভিযানে অংশ নেন। এই সাফাই অভিযানে আরপিএফের ইনস্পেকটর বাসুকি নাথ, দীপঙ্কর দে সহ ৩০ জন জওয়ান অংশ নেন। রবিবার সকালে ভারত স্কাউটস-এর স্বেচ্ছাসেবকরা আসানসোল স্টেশনে সাফাই অভিযান চালান।

Like Us On Facebook