জাতীয় সড়কের উপর বর্ধমান থানার পাল্লা শ্রীরামপুর এলাকায় একটি এসইউভি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে এসইউভির চালক আহত হয়। গুরুতর আহত গাড়ির চালকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি এসইউভি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ট্রাক ও এসইউভি দুটোই পাশাপাশি লেনে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। কোনরকম সিগন্যাল না দিয়ে ট্রাকটি হঠাৎ লেন পরিবর্তন করে এসইউভির সামনে চলে আসে। ফলে এসইউভির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাকের পিছনে। স্থানীয় মানুষজন ও পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকটি পলাতক।
Like Us On Facebook