হাসপাতাল থেকে ভুল বুঝিয়ে রোগী নার্সিংহোমে নিয়ে যাওয়ার চেষ্টার আগেই দুই দালালকে হাতেনাতে পাকড়াও করলেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা। হাসপাতালের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।
হাসপাতাল ও পুলিশসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আসামের গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে ফুসফুসের সমস্যার কারণে লালমিঞা আলি নামে এক রোগীকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ভর্তি করার জন্য যখন পরিজনেরা ব্যস্ত তখন তাঁদের নানা রকমভাবে ভুল বুঝিয়ে বর্ধমানের নবাবহাটের একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে যাওয়ার চেষ্টা করে ধৃত আনিসুর মন্ডল ও সুরজিৎ কর্মকার। এদের মধ্যে আনিসুর মন্ডল ওই নার্সিংহোমের মালিক ও সুরজিৎ কর্মকার কর্মী বলে জানা গেছে। বিষয়টি হাসপাতালের কর্মীদের নজরে আসতেই তাঁরা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। হাসপাতাল কর্তৃপক্ষের করা অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধামান আদালতে পেশ করে।