বিরুডিহায় সুপার ফাস্ট বাস না দাঁড়ানোর শাস্তি স্বরূপ ২ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাস খালি করে আটকে রাখল এলাকার কিছু বাসিন্দা। এই ঘটনায় দুই বর্ধমান জেলার বাসমালিক অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা প্রশাসন অবিলম্বে এই এলাকার স্টপেজ সংক্রান্ত সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন।
পানাগড় বাস মালিক সংগঠন সূত্রে জানা গেছে, কাঁকসার বিরুডিহায় সুপার বা সুপার ফাস্ট বাস দাঁড়ানোর কোন সরকারি নির্দেশ নেই। তা সত্বেও এলাকার স্থানীয় বাসিন্দারা সুপার বা সুপার ফাস্ট বাস দাঁড়ানোর জন্য প্রায় দিনই বাস কর্মীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলে অভিযোগ। বুধবার সাতসকালে একই ভাবে বরাকর থেকে বর্ধমান গামী একটি সুপার ফাস্ট বাস বিরুডিহায় না দাঁড়াতে চাইলে বাসটিকে জোর করে দাঁড় করিয়ে স্থানীয়রা যাত্রীদের নেমে যেতে বাধ্য করে বলে অভিযোগ। এর পর বাসটিকে আটকে রাখে বিরুডিহার কিছু যুবক বলে অভিযোগ পানাগড় বাস মালিক সংগঠনের সম্পাদক পরিমল মুখার্জীর। বিষয়টি বারবার পুলিশ প্রশাসনকে জানিয়ে কোন ফল না পাওয়ার অভিযোগ করেন পরিমলবাবু। পরিমলবাবু বলেন, সরকারি নির্দেশ না থাকলে সুপার বা সুপার ফাস্ট বাস বিরুডিহায় দাঁড়াতে পারে না। অথচ বাস কর্মীদের প্রত্যকদিন বাস না দাঁড়ালেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বিরুডিহায়। পরিমল মুখার্জী আরও বলেন, বাস কর্মীদের নিরাপত্তা দিতে না পারলে আগামী দিন বাস চালানো মুশকিল হয়ে পড়বে। পরিমলবাবু পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সমস্যা সমাধানের পথ খুঁজে বাস কর্মীদের নিরাপত্তার দাবি তোলেন।