আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর আজাদ বস্তী রোডে একটি পালসার বাইকে হঠাৎ আগুন ধরে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর আজাদ বস্তীর বাসিন্দা মহম্মদ সোহরাব খান রবিবার সকাল ১০ টা নাগাদ নিজের বাইক নিয়ে নিয়ামতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে স্বরাজ ক্লাবের কাছে তিনি বাইক থামিয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ তাঁর বাইকের ইঞ্জিনের কাছ থেকে আগুন বের হতে শুরু করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাইকের উপরের অংশে। নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাইকের সীট। আগুনের তীব্রতা দেখে স্থানীয় মানুষজন এগিয়ে আসেন জল নিয়ে। বেশ কিছুক্ষণ জল ছোঁড়ার পর আগুন আয়ত্তে আসে।

Like Us On Facebook