দিনমজুরের পাঁচ বছর বয়সী শিশুর গলা থেকে পৃথক করা হল দেড় কিলোগ্রাম ওজনের টিউমার। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি। সরকারি হাসপাতালে এধরণের অস্ত্রোপচার পরিষেবা পেয়ে খুশি শিশুটির পরিবার-পরিজন। সাঁইথিয়ার হরিজনপল্লীর এক দিনমজুর সুখেন দাসের পাঁচ বছরের পুত্র সন্তানের গলায় দীর্ঘদিন ধরে টিউমার বাসা বাঁধে। দিনদিন গলার টিউমারটি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছিল। ছেলেটির বাবা স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু টিউমারটি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ছেলেটির হাঁটাচলায় অসুবিধা হত এবং যন্ত্রনায় ছটফট করত। খাওয়া দাওয়া করতেও অসুবিধা হচ্ছিল। চিকিৎসক অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন।

tumor-surgery-childএরপর সুখেনবাবু তাঁর ছেলেকে নিয়ে বর্ধমান হাসপাতালের নাক-কান-গলা(ইএনটি) বিভাগে উপস্থিত হন চিকিৎসার জন্য। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সুখেনবাবুকে জানান তাঁর সন্তান Benign Hamartomatous Fibromatosis রোগে আক্রান্ত। প্রয়োজন অস্ত্রোপচারের। এরপর চিকিৎসকরা শিশুটিকে হাসপাতালে বেশ কয়েকদিন রেখে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশনের সিদ্ধান্ত নেন। সোমবার বর্ধমান হাসপাতালের ইএনটি বিভাগের মেডিক্যাল টিম টানা দু’ঘন্টা ধরে অস্ত্রোপচার করে শিশুটির গলা থেকে দেড় কিলোগ্রাম ওজনের টিউমারটিকে বাদ দিতে সফল হন। এই মেডিক্যাল টিমে ছিলেন ইএনটি বিভাগের প্রধান ডাঃ দেবাশিস বর্মন, ডাঃ ঋতম রায়, ডাঃ গণেশ চন্দ্র গায়েন, ডাঃ অতনু দাস, ডাঃ জয়ন্ত চক্রবর্তী সহ অ্যানাসথেসিস্ট ডাঃ সাগরনীল রায়।

ডা: ঋতম রায় বর্ধমান ডট কমকে বলেন,”বিশাল আকৃতির টিউমারটি গলা থেকে বিছিন্ন করা খুব কঠিন ছিল। কিন্তু অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।” বর্ধমান হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁ বলেন,”নানান জটিল রোগের সফল অস্ত্রোপচার বর্ধমান হাসপাতালে হচ্ছে। এই ধরণের সাফল্য সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দেবে। এই সফল অস্ত্রোপচারের সমস্ত কৃতিত্ব বর্ধমান হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকদের।”