.

করোনা আবহের মধ্যে বুধবার অন্ডালের মদনপুর পঞ্চায়েতের অধীন হরিশপুর এলাকায় ইসিএলের খনি এলাকায় বড়সড় ধসের আতঙ্ক ছড়াল। হরিশপুর গ্রাম লাগোয়া এলাকায় প্রায় দুশো মিটার এলাকা জুড়ে মাঠে ফাটল দেখা গেলে বুধবার সকালে লকডাউনে গৃহবন্দি এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় মানুষের অভিযোগ, বার বার ইসিএলের বিভিন্ন খনিতে ধস হচ্ছে তবুও ইসিএল কর্তৃপক্ষ উদাসীন। কিছুদিন আগে হরিশপুর খনিতে বিস্ফোরণের সময় পাথর ছিটকে স্থানীয় প্রাইমারি স্কুলের এক পড়ুয়ার মাথা ফেটে যায়। তাও কোন ব্যবস্থা নেয়নি ইসিএল কর্তৃপক্ষ। তাছাড়া ধসপ্রবণ এলাকায় খনিগর্ভ থেকে কালো ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ বের হয়ে এলাকায় থাকাই দায় হয়ে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। ইসিএল কর্তৃপক্ষের এই উদাসীনতা নিয়ে গোটা এলাকার মানুষ ক্ষুব্ধ। স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষ ধস নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক এবং স্থানীয় মানুষকে পূনর্বাসন দেওয়ার ব্যবস্থা করুক।


Like Us On Facebook