দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হলেন আসানসোল দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ পাল। সোমবার ভোররাতে তাঁকে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ অস্ত্রোপচার করে পুলিশ আধিকারিক সন্দীপ পালের পিঠ থেকে গুলিটিকে বের করা হবে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার ভোরে আসানসোল স্টেশন রোডে এক অটোচালকের সঙ্গে ভাড়া নিয়ে কয়েকজনের বচসা হয়। ঘটনার কথা জানতে পেরে পুলিশ আধিকারিক সন্দীপ পাল ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় অসঙ্গতি মেলে। এরপর তাঁদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ওই ব্যক্তিদের ধস্তাধস্তি হয় এবং পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে ওই দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ আধিকারিক সন্দীপ পালের পিঠে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সন্দীপবাবুকে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আধিকারিক ডা. জয়দীপ ভাদুড়ি বলেন, ‘গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক সন্দীপ পালের পিঠ থেকে গুলি বের করতে চিকিৎসকরা আজ অস্ত্রোপচার করবেন।’ সন্দীপ পালের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে। এদিকে, অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook