আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিভাগের পড়ুয়ারা কো-অর্ডিনেটরের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাল। মঙ্গলবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিভাগের ছাত্র-ছাত্রীরা এক কো-অর্ডিনেটরের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায়। তারা বলে, ‘ওই কো-অর্ডিনেটর বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্ব করছেন। এর ফলে শিক্ষার মানের অবনমন ঘটছে।’ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন বিষয়। বুধবার শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান সূত্র খোঁজা হবে।’
Like Us On Facebook