স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে কেরলের বন্যাপীড়িতদের সাহায্যার্থে অর্থ দান করল পূর্ব বর্ধমানের গলসির উচ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার জেলাশাসকের হতে ব্যাঙ্ক ড্রাফট তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার কেশ।
শ্যামলবাবু জানিয়েছেন, কেরলের বন্যা কবলিত এলাকার মানুষদের দুর্ভোগের ঘটনা ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণভাবে প্রভাব ফেলে। তারপরেই স্কুলের পড়ুয়ারা নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে সেই অর্থ শিক্ষকদের হাতে তুলে দেয়। এই ঘটনায় শিক্ষকরাও উজ্জীবিত হয়ে ওঠেন। তাঁরাও তাঁদের বেতন থেকে অর্থ দেন। এরপর পড়ুয়ারা তাঁদের নিজের নিজের এলাকা থেকেও এব্যাপারে অর্থ সংগ্রহে নামে। গত প্রায় একমাস ধরে ছাত্রদের নিজেদের এই উদ্যোগে সঞ্চিত হয় প্রায় ২৪ হাজার টাকা। শ্যামলবাবু জানিয়েছেন, মঙ্গলবার সেই ২৪ হাজার টাকার ডিমাণ্ড ড্রাফট তাঁরা কেরলের বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে এই যে সামাজিক চিন্তা দেখা দিয়েছে তা রীতিমত প্রশংসার যোগ্য। অন্যান্য ছাত্রছাত্রীদেরও এইভাবে সামাজিক কাজে এগিয়ে আসা উচিত।